
রবিবার ২৫ মে ২০২৫
মমতা ব্যানার্জির আমলে কি কি উন্নয়ন হয়েছে, সেই খতিয়ান দিতে গিয়েই জোর বিতর্কে রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। ভরা সভায় দাঁড়িয়ে জোর গলায় সায়নীর দাবি, "ব্রিটিশদের তৈরি কার্জন গেট নাকি বানিয়েছেন মমতা"। সায়নীর এই দাবির পরই আসরে নেমেছে বিরোধীরা। আসলে কার্জন গেট সংস্কারের কথাই বলতে চেয়েছিলেন সায়নী, বলছে তৃণমূল।